সত্য, তথ্যনির্ভর ও গঠনমূলক ক্রীড়া সাংবাদিকতার উপর গুরুত্বারোপ কক্সবাজার বিএসপিএ'র

কক্সবাজারে বিএসপিএ'র উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন
সংবাদ বিজ্ঞপ্তি :: পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত হয়েছে। বিশ্বের ক্রীড়া সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর স্মরণ করা এ দিবস। যাঁরা খেলার মাঠের প্রতিটি নাটকীয়তা, পরিসংখ্যান, ইতিহাস ও আবেগকে লেখনীর মাধ্যমে দর্শক ও পাঠকের সামনে তুলে ধরেন, এই দিনটি তাঁদের সম্মানেই নিবেদিত। ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গুরুত্বপূর্ণ এ দিবস উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত "ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে করণীয়" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন। বিএসপিএ কক্সবাজারের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এম আর মাহবুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ টিভির রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জেলা ফুটবল দলের কোচ মাসুদ আলম, ক্রীড়া সংস্থার সদস্য যথাক্রমে সরওয়ার রোমন, ওমর ফারুক শিবলী, মুহাম্মদ হোসাইন, রিদুয়ানুল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা ইয়াগো এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন, চ্যানেল আই রিপোর্টার সরওয়ার আজম মানিক, মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক কক্সবাজারের রিপোর্টার এম বেদারুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আবছার কামাল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, ক্রীড়া সাংবাদিক আজিজ রাসেল, গ্লোবাল টিভির প্রতিনিধি রহিদুল কবির, ক্রীড়া ব্যক্তিত্ব শফিউল আলম, আবু তাহের মিজবাহ প্রমুখ। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে দেশের সব ক্রীড়া সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে বক্তারা বলেন, মূলত: খেলাধুলার জয়-পরাজয়ের বাইরে যে বিশাল এক জগৎ আছে-সেটি ক্রীড়া সাংবাদিকদের কলমেই ফুটে ওঠে। মাঠের ভিতরে যাঁরা প্রতিনিয়ত লড়াই করেন, আর মাঠের বাইরে যাঁরা সেই লড়াইয়ের গাথা লেখেন-তাঁদের অবদান সমান গুরুত্বপূর্ণ। ক্রীড়া সাংবাদিকরা শুধুমাত্র খেলার স্কোর বা ফলাফল জানান না; তাঁরা তুলে ধরেন একজন ক্রীড়াবিদের সংগ্রাম, একটি দলের দীর্ঘ প্রস্তুতি, ইতিহাস গড়ার নেপথ্যের গল্প এবং পর্দার আড়ালের অনেক অনুচ্চারিত কাহিনি। তাঁরা খেলার আনন্দকে যেমন সংরক্ষণ করেন, তেমনি গঠনমূলক সমালোচনার মাধ্যমে খেলাধুলার মানোন্নয়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রসঙ্গত: বিশ্বের বহু দেশে এই দিনটি উপলক্ষে নানা ধরনের সেমিনার, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও স্মারক প্রকাশনার আয়োজন হয়। বাংলাদেশেও দিনটি উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। যার ধারাবাহিকতায় কক্সবাজারে অনিন্দ্য সুন্দর এই আয়োজন। এর আগে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।