শরণার্থী এলাকার শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট ‘উইনিং স্পিরিট’


কক্সটিভি প্রতিবেদক♦

শরণার্থী ক্যাম্পে বসবাসকারী শিশুদের মানসিক বিকাশ এবং দক্ষ করে গড়ে তুলতে আয়োজন করা হয় বিশেষ ফুটবল টুর্নামেন্ট ‘উইনিং স্পিরিট’। বুধবার ১৫ মে, কক্সবাজার উখিয়া শরণার্থী এলাকার ক্যাম্প-১৯ এর ক্লাব সেন্টারে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজক মেটেরিয়াল সাইন্স এন্ড ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশনে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন, ক্লাবু ফাউন্ডেশন এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।


সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টার টুর্নামেন্টে অংশ নেয় শরণার্থী এলাকার অর্ধ শতাধিক ছেলে-মেয়ে। রোহিঙ্গা শিশুদের হাতে জার্সি, খেলাধুলা সরঞ্জাম এবং টুর্নামেন্টের স্মৃতিস্মারক তুলে দেন আয়োজকরা।


‘উইনিং স্পিরিট’ আয়োজনে যোগ দেন, অ্যাপারেল সলিউশনস, দক্ষিণ এশীয় জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট কেনি লিউ, অ্যাপারেল সলিউশনস বাংলাদেশের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, ফেন্ডশিপের উপ-পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মোহাম্মদ শিহাব, অ্যাপারেল সলিউশনস-এর পরিচালক কালিং বন্দরা এবং শরণার্থী ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কেনি লিউ জানান, ২০১৯ সালে কেনিয়াতে প্রমবারের মত টেকসই স্পোর্টস ক্লাব হাউস তৈরিতে ক্লাবু’র সাথে যুক্ত হয় অ্যাভেরি ডেনিসন। এরপর ২০২২ সালে, কক্সবাজার শরণার্থী এলাকায় একটি স্পোর্টস ক্লাব হাউজ তৈরি করা হয়। উখিয়া শরণার্থী এলাকায় ক্লাব হাউজটি সমন্বিতভাবে প্রতিষ্ঠা করে ফরাসি সকার ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত শরণার্থীদের জীবন পুনর্গঠনে সহায়তা করা খুবই জরুরী। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খেলাধুলা। ‘উইনিং স্পিরিট’ এর মত ব্যাতিক্রমি টুর্নামেন্ট হতে পারে শিশু এবং কিশোর-কিশোরীদের ভবিষ্যত গড়ার এক উপায়। এ ধরণের আয়োজন দলবদ্ধভাবে কাজের মাধ্যমে লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করেন অতিথিরা।