যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যে পরিমাণ যাত্রী ভারতে যাচ্ছেন এর চেয়ে বেশি বাংলাদেশে আসছেন।
সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরির্বতনের পরিপ্রে্িকষতে এ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপারের নিরুৎসাহিত করা হচ্ছিল।
চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন, “ভ্রমণ ভিসায় গত কয়েক দিন ধরে যাত্রী যাতায়াত নিরুৎসাহিত করা হলেও মেডিকেল ও বিজনেস ভিসাধারীদের পারাপারে কোনো বাধা ছিল না।”
তবে ‘যাচাই-বাছাই’ সাপেক্ষে সোমবার থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী পারাপার শুরু হয়েছে। এতে ভোগান্তিতে থাকা ভ্রমণ ভিসার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ওসি জানান, বেনাপোল দিয়ে গত চার দিনে পারাপার হয়েছেন মোট ৭ হাজার ৪৩৮ জন যাত্রী। যা স্বাভাবিক সময়ের পারাপার হওয়া একদিনের সমান।
বন্দর পরিচালক জানান, এ সময় ২ হাজার ৪৯৭ যাত্রী ভারত গেছেন আর ভারত থেকে এসেছেন ৪ হাজার ৯৪১ যাত্রী।
চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফারুক হোসেন বলেন, “সম্প্রতি দেশের রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এ চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে কড়াকড়ি আরোপ করা হয়। এছাড়া অপরাধী ও আসামিরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।”
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, বৃহস্পতিবার আন্তর্জাতিক এ চেকপোস্ট দিয়ে ভারত গেছেন ৬০৩ জন যাত্রী আর এসেছেন এক হাজার ১৯০ জন।
শুক্রবার গেছেন ৬৬০ জন আর এসেছেন এক হাজার ৩৫৯ জন।
শনিবার ভারত গেছেন ৪৯১ জন যাত্রী আর এসেছেন এক হাজার ২১৩ জন।
রোববার গেছেন ৭৫৩ জন যাত্রী আর ভারত থেকে এসেছেন এক হাজার ১৭৯ জন।