নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে একটি গরু পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরো দুটি গরু।
শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কান্দিঊড়া ইউনিয়নের গোগ গ্রামের পলাশ মিয়ার গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। কৃষক পলাশ মিয়া গোগ গ্রামের মৃত জাহেদ উদ্দিন তালুকদারের ছেলে।
গরুর মালিক পলাশ মিয়া জানান, শনিবার গভীর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। ওঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।
তিনি আরো বলেন, আমি গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কোনো কয়েল বা খড় দেইনি। তাহলে কীভাবে আমার গোয়াল ঘরসহ গরু পুড়ল, তা বুঝতে পারছি না। পরে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা তিনটি গরুর মধ্যে একটি বিদেশি গাভী পুড়ে গেছে। আরো দুটি গরু মারাত্মকভাবে পুড়ে যায়। এতে আমার প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার কান্দিঊড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল।
তিনি বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে।