গাজীপুরের মারিয়ালী এলাকায় এনআরবিসি ব্যাংকের ২৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হয়েছে
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়ালী এলাকায় অবস্থিত সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লাখ টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়ি মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত মাইক্রোবাসের গতি রোধ করে। একপর্যায়ে তারা হকিস্টিক দিয়ে গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় দুইজন আহত হয়েছেন। তবে কোনো প্রকার নিরাপত্তাব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল।
সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।