ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

 

পঞ্চগড় পৌর এলাকায় তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (১২ মার্চ) রাতে শিশুটির মা অভিযুক্ত সৌরভের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন।

বিষয়টি জানার পর স্থানীয় বিক্ষুব্ধ জনগণ থানায় ভিড় করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।


এদিকে, নির্যাতিত শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সৌরভের বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। পেশায় একজন অটোরিকশা চালক।