পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬

 

পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন।


সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভারতের নৃশংস ও কাপুরুষোচিত হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন।  

 

আজ বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ একাধিক স্থানে ভারত হামলা চালানোর পর নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়।


ভারতের হামলার পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। 

 

এদিকে ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। 

 

হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।