ঈদগড়ের সালাহ উদ্দীন চারদিন ধরে নিখোঁজ

 

কক্সটিভি নিউজ ডেস্ক ::

সালাহ উদ্দীন (১৬) নামের এক শিশু গত চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।  


নিখোঁজ সালাহ উদ্দীন, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছগিরাকাটা এলাকার বাসিন্দা আলতাজ মিয়া-ছমুদা খাতুন দম্পতির ছেলে। 


যোগাযোগ : 01833-482749, 01813-056338