কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
Tuesday, July 15, 2025
কক্সটিভি প্রতিবেদক :
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিহত রহিম উদ্দিন সিকদারের ভাই শফিকুর রহমান জানান, রোববার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার আপন ভাইদের মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, জামাতা মিজান, মুজিব ও এনাম মিলে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা রহিমের উপর। এতে রহিম গুরুতর আহত হলে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
এ ঘটনার পর এলাকাবাসী এবং দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।