চান্দের পাড়া থেকে ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কক্সটিভি নিউজ ডেস্ক: সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবাসহ রিজিয়া আক্তার (৩২) নামক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় ৩৪ টি সীম কার্ড, ৩ টি মোবাইল ও একটি মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে ঝিলংজা চান্দের পাড়া রাবার ড্যাম সড়কে অভিযানটি চালানো হয়। গাড়ীতে থাকা রিজিয়ার স্বামী জসিম ও ভাই নাছির ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন রেখে পালিয়ে যায়। আটক রিজিয়া আক্তার ঝিলংজা ৪ নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান। তিনি জানান, আটক ওই নারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।