চকরিয়ায় আপন চাচীকে নিয়ে পালিয়ে গেল ভাতিজা

কক্সটিভি নিউজ ডেস্ক চকরিয়া ডেমুশিয়ায় মুচাপাড়ায় আপন চাচী ও শিশু কন্যাকে নিয়ে পালিয়ে গেল ভাতিজা। প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি এবং একই এলাকার হারুনর রশীদের ছেলে আরিফুল ইসলাম বলে জানা যায়।