গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি :: গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার শহরের ঘুনগাছতলার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের দুই ঘন্টা আগে নিজের ফেসবুকে সাংবাদিক ‘হত্যা ও নিপীড়নের’ প্রতিবাদে’ একা দাঁড়াবেন বলে ঘোষণা দেন আর্ন্তজাতিক গণমাধ্যমের সাংবাদিক তানভীরুল মিরাজ রিপন। সংহতি জানিয়ে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই সমাবেশে অংশ নিতে দেখা গেছে। ‘জার্নালিজম ইজ নট এ ক্রাইম ‘, ‘সাংবাদিক সাংবাদিকতা করতে ভয় পেলে দেশ এগোবে না’ সহ বিভিন্ন ফেস্টুন, প্লে কার্ড ছিল সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে। এসময় রিপন বলেন, ‘আমরা পরিবর্তনের জন্য কাজ করছি, সংস্কারের জন্য কাজ করছি। একজন সাংবাদিক সরকার থেকে শুরু করে যেকোনো প্রভাবশালীকে প্রশ্ন করতে পারে। অথচ, আমাদের সহকর্মীদের’কে এখন প্রকাশ্যে কুপিয়ে, ইটদিয়ে থেঁতলিয়ে মারা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার সহকর্মীরা ভয়ভীতিতে আছে। বিচারেই আশায় নয় আমরা এখানে নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি।’ সমাবেশে বক্তারা বলেন, ‘সাংবাদিকরা ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে জীবনের মায়া ত্যাগ করে অবিস্মরণীয় অবদান রেখেছে। অথচ, আজ তাদের পদে পদে বাধাগ্রস্থ করে ‘নব্য ফ্যাসিজম’ এর দিকে দেশকে ধাবিত করা হচ্ছে।’ সাংবাদিকরা বলেন, ‘মানুষ মরছে, আমরা মানুষ হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি।সাংবাদিক হত্যা ও দমন-নিপীড়ন বন্ধ করতে সরকারকে কঠোর হতে হবে।’ উপস্থিত বক্তারা অনতিবিলম্বে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের কঠোর শাস্তি দাবী করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামান তুহিনকেকে কুপিয়ে হত্যা করা হয়।