টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩
Saturday, August 09, 2025
টেকনাফে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন—টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে আবুল কালাম (২৭), একই ইউনিয়নের আছারবুনিয়া এলাকার কামালের স্ত্রী মাহমুদা (৪০) ও কামালের মেয়ে ইসরাত জাহান (১৫)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙা), নগদ ২ লাখ ১৫ হাজার ৪৮০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক তিনজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেন তিনি।
বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাবরাং ইউনিয়নের আছারবুনিয়া এলাকার একটি বসতবাড়িতে স্থানীয় খুচরা বিক্রেতারা ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এবং ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রি করার পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দল কালামের বাড়িতে প্রবেশ করলে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় কালামের স্ত্রী, মেয়ে এবং জামাইকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।
তল্লাশিতে বাড়ির ভেতর জুতার ভিতরে লুকানো ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসা থেকে অর্জিত ২ লাখ ১৫ হাজার ৪৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আরও জানায়, সেদিনই পৃথক চালানে ২০ হাজার ইয়াবা ঢাকার ক্রেতাদের কাছে পৌঁছানোর কথা ছিল, যা আটককৃতরা নিশ্চিত করেছে। এ চালান ও ক্রেতাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।