পালংখালীতে Shadow of Change-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
Saturday, September 06, 2025
মোঃ জাহেদ আলম (সাগর)
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে অনুষ্ঠিত হলো Shadow of Change (SOC)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় পর্ব। শনিবার (৬ সেপ্টেম্বর , ২০২৫), পালংখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মসজিদ সংলগ্ন কবরস্থান ও নূরানী মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে বিশেষ সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা World Vision এবং স্থানীয় উন্নয়ন সংস্থা SHED।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন SHED-এর উপ-পরিচালক জিয়াউর রহমান মুকুল। তিনি বক্তব্যে পরিবেশবান্ধব গাছের গুরুত্ব এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ চেতনা গড়ে তোলার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা হাতে হাতে চারা নিয়ে বৃক্ষরোপণে অংশ নেয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব চেতনা জাগ্রত করা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের সম্পৃক্ত করাই মূল উদ্দেশ্য।
Shadow of Change-এর তরুণ উদ্যোক্তারা বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিতভাবে তারা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।