চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন
Wednesday, October 29, 2025
নিজস্ব প্রতিবেদকঃ
চিকিৎসা বিজ্ঞানে ডাঃ আব্দুচ ছালাম দীর্ঘ ০৫ বছর হৃদরোগের উপর গবেষণা করে ডাবল ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিগত জুলাই/২৫ ইং মাসে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ডক্টরেট অব মেডিসিন (MD) এবং আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধীনে ঢাকাস্থ ক্যাম্পাস থেকে Doctorate of philosphy (PHD) ডিগ্রী অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল " উচ্চ মাত্রার কোলেস্টেরল ডায়াবেটিস এবং কিডনি রোগ উচ্চ রক্তচাপ সাথে হৃদরোগের উপর সম্পর্ক নির্ণয় "।
তিনি উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বত্তাতলীর বাসিন্দা। হলদিয়ার ঐতিহ্যবাহী পরিবার লালা বাপের নাতি মৃত রশিদ আহমদ ও মৃত সোনা মেহের গর্বিত সন্তান। তিনি মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারী কলেজের প্রাক্তন ছাত্র। কম খরচে পরীক্ষা -নিরীক্ষা, বিনা ফি তে রোগী দেখা, বিনা টেস্টে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে এলাকায় তার অনেক সুনাম রয়েছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।




