ইয়াবা সাদৃশ্য ভাঙ্গা গুড়া সর্বমোট ওজন ৮৩০ গ্রামসহ ০২ জন আসামী গ্রেফতার
Friday, November 14, 2025
উখিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে অফিসার ইনর্চাজ, উখিয়া থানা, কক্সবাজার মহোদয়ের নেতৃত্বে অভিযান পার্টির সদস্য এসআই (নিঃ)/তপু দে,এসআই (নিঃ)/ সুমন দে, সঙ্গীয় ফোর্সসহ উখিয়া থানাধীন ০৪নং রাজাপালং ইউনিয়নের কুতুপালং ০৯নং ওয়ার্ডস্থ হাঙ্গর ঘোনা নামক পাকা রাস্তার উপর হইতে ১৪/১১/২০২৫ইং তারিখ ১৩.৪৫ ঘটিকার সময় ইয়াবা সাদৃশ্য ভাঙ্গা গুড়া সর্বমোট ওজন ৮৩০ গ্রাম সহ আসামী ১। শিনু শীল(৩০), ২। শ্রমতী পাল(২৯) দ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বিনীত
অফিসার ইনচার্জ
উখিয়া থানা, কক্সবাজার।



