ডাকাতির প্রস্তুতিকালে রামু থানা পুলিশের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, আটক ২
Wednesday, January 21, 2026
কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে রামু থানা পুলিশ। এ সময় দুইজন ডাকাতকে আটক করা হয়েছে।
রামু থানার পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান–এর নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া–এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. শওকত জামিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোর আনুমানিক ৩টা নাগাদ রামু থানাধীন ৪নং কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া সাকিনস্থ চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০–১৫ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২০) ও জসিম উদ্দিন (২২)–কে আটক করা হয়।
এ সময় আটককৃত ও পলাতক আসামিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
১টি ধারালো লম্বা কিরিচ (৪১ ইঞ্চি),
২টি ধারালো ছুরি (১৭ ও ১৬ ইঞ্চি),
২টি ধারালো দা (২৬ ইঞ্চি),
২টি লোহার হাতুড়ি (১৫ ও সাড়ে ১৫ ইঞ্চি),
১টি চাইনিজ কুড়াল সদৃশ্য দ্বিমুখী ধারালো কুড়াল (১৯ ইঞ্চি),
১টি তালা কাটার যন্ত্র (১৮ ইঞ্চি),
৩টি প্লাস,
১টি চেইনযুক্ত বিশেষ লোহার অস্ত্র (২০ ইঞ্চি)।
উদ্ধারকৃত এসব অস্ত্র ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ৩টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।



