শেষদিনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, কক্সবাজারের ৪টি আসনে প্রার্থী ১৮ জন

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের ৮ প্রার্থীসহ বৈধ ২০ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এসব আসনে ১৭ জন প্রার্থী। এছাড়াও কক্সবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ মিয়া আদালতে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তার আদেশ নির্বাচন কমিশনে গৃহীত হলে সংখ্যা দাঁড়াবে ১৮। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই ৩ প্রার্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এই ৩ জন প্রার্থী হলেন, কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের প্রাইম, কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মসলিসের প্রার্থী ওবাইদুল কাদের নদভী ও কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত। এর আগে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ২৭ জন প্রার্থী। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে বৈধ হন ২০ প্রার্থী।