ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অনেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বনেদি নেতারাও। সেই তালিকায় আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সরকার পতনের পর থেকেই লাপাত্তা তিনি।
সম্প্রতি মোহাম্মদ এ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার ফরাসি দূতাবাস। বিষয়টিকে তারা গুজব বলে দাবি করেছেন।
বুধবার ফেসবুকে প্রকাশিত ফরাসি দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, এমন একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। এটি সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে যান শেখ হাসিনা।