স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ/ বিজিবিকে বললেন সীমান্তে পিঠ দেখাবেন না



সাম্প্রতিক দেয়া বক্তব্যের দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজখবর নেয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গত সোমবার একটা ঘটনার প্রেক্ষিতে হইচই হচ্ছে। আমি সেজন্য দুঃখিত। আমি যদি কারও হার্ট করে থাকি। আমি খুব বেশি কথা বলবো না। কারণ বেশি বললে আবার সমস্যা আছে। প্রথমত, আমার কথাগুলো আপনারা যদি সঠিক প্রচার করতে চান তবে করবেন। খণ্ডিত করে প্রচার করবেন না। সবাই সব মিনিং বোঝে না। 

এম সাখাওয়াত হোসেন বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে।


যদি আমি এমন কোনো কথা বলে থাকি, সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। 

তিনি বলেন, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো-তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। আমি এখানে (পিলখানা) আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশকে যারা দানব বানিয়েছে, তাদের অবশ্যই বিচার হবে। একটু সবুর করেন। সরকারি অ্যাকশন নিতে গেলে অনেক প্রসেস আছে। সুতরাং ধৈর্য ধরতে হবে।


যারা দানব বানিয়েছে- আমি পারি, আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবো। অনেক পুলিশকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পুলিশ নিজেরা বলেছে, আমরা লজ্জিত। আমার সঙ্গে এই কয়দিন লম্বা নেগোসিয়েশন হয়েছে। ওরা বলেছে-আমরা ওই পথে যাইনি দেখে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো, বিচার পাইয়ে দেয়ার। আমরা কিছু কিছু পদক্ষেপে নিয়েছি। অ্যাকশন নেয়ার জন্য একটা সরকারি প্রসেস আছে, যেগুলো টপাটপ করা যায় না। সেই প্রসেসের মাঝে কাজ হচ্ছে। তারা কতো লোক মেরেছে। প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবি’র মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। বর্ডারে আমাদের লোক মারে। বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি- যতদূর আমার এখানে বলার আছে। মনে করি দেশবাসী সবাই বলবে। পিঠ দেখাবেন না। এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে। আমরা বলি ওরা ফ্ল্যাগ মিটিং করেছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। আমাদের এই রকম ফোর্সকে দানব বানিয়েছে। পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি। সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেসট্রিক করেছি। এগুলো ন্যাশনাল ফোর্স। কারও পার্সোনাল ফোর্স না। আমি মনে করি এখানে দাঁড়িয়ে কথা বলছি। এরপর হয়তো আপনাদের সঙ্গে এত কথা বলবো না। আই উইল ট্রাই ব্রিং দেম অন টু দ্য জাস্টিস। দেশে এবং দেশের বাইরে সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই স্টে ফর দেম জেল। আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি। যারা পুলিশকে দানব বানিয়েছে।