জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু


আট দিন বন্ধ থাকার পর পূর্ণমাত্রায় চালু হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।


ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে সহিংসতায় আক্রান্ত হয় বাংলাদেশ পুলিশ বাহিনী। এরপর থেকেই বন্ধ হয়ে যায় জরুরি সেবা ৯৯৯। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়া পর থেকে স্বাভাবিক হতে শুরু করে পুলিশের কার্যক্রম। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের অধীনে থাকা এই জরুরি সেবার কল সেন্টার আবার পূর্ণমাত্রায় চালু হয়েছে।


এদিকে সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে। তবে নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সকল সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আগামী ২-৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী পুলিশ।


উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এ নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এ কল সেন্টার পরিচালিত হয়। এ নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যায় এখানে।


দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। এই কল সেন্টারটি বাংলাদেশ পুলিশের অধীন পরিচালিত হচ্ছে।