উখিয়ায় ডাকাতির সময় গৃহকর্তা নিহত, ভাই গুলিবিদ্ধ
Tuesday, June 24, 2025
কক্সটিভি নিউজ ডেস্ক :
কক্সবাজারের উখিয়ায় বসতঘরে ডাকাতির ঘটনায় নুরুল আমিন ওরফে বাবুল (৪০) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মোহাম্মদ হাসান (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নূরারডেইল পাহাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত নুরুল আমিন ওই এলাকার মৃত ইসহাক আহমদের ছেলে। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান একই পরিবারের সদস্য।
নিহতের স্ত্রী আছিনা খাতুন জানান, সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ঘরের সামনে পান গোছাচ্ছিলেন। এ সময় স্বামী নুরুল আমিন ছোট ভাই মোহাম্মদ হাসানকে নিয়ে স্থানীয় স্টেশনে মাছ কিনতে যান। তারা বেরিয়ে যাওয়ার ২০–২৫ মিনিট পর ১০–১২ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পড়ে।
তিনি বলেন, “ডাকাতদের হাতে ছিল দেশীয় তৈরি লম্বা বন্দুক, কিরিচ ও ছোরা। বাড়িতে ঢুকেই আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে মারধর করে আমার ও মেয়ের স্বর্ণালংকার এবং কোরবানির সময় গরু বিক্রির নগদ দুই লাখ টাকা লুট করে নেয়।”
আছিনা খাতুন আরও জানান, “চলে যাওয়ার পথে আমার স্বামী ও দেবরের সঙ্গে ডাকাতদের মুখোমুখি দেখা হয়। তখনই ডাকাতরা গুলি ছুড়ে এবং কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও অভিযোগ করেন, ডাকাতরা তার কিশোরী মেয়েকেও অপহরণের চেষ্টা করেছিল। বাড়ির পাশের ছড়ার কাছে নিয়ে গেলেও কাকুতি-মিনতির পর তাকে ছেড়ে দেয়।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্বজনরা আহত দুইজনকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অপরজন চিকিৎসাধীন।”
তিনি আরও বলেন, “ঘটনাটি ডাকাতি না কি পূর্বশত্রুতার জেরে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ও আহত দুই ভাই বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।