মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়াকে কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে ভাইরাল হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর থেকেই ওই দুইটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার টেনিস কোর্টের সামনে তাকে কান ধরে ওঠবস করাচ্ছেন।
মো. তসলিম মিয়া মানিকগঞ্জ পৌরসভার লওখন্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র।
কাউন্সিলর তসলিম মিয়া বলেন, আমার সঙ্গে কারো শত্রুতা নেই। তবে জনপ্রতিনিধি হওয়ার পর থেকে অনেক অসৎ লোকের দুর্নীতি বন্ধ করেছি। তারাই হয়তো তাদের লোকজন দিয়ে আমাকে লাঞ্ছিত করেছে। তবে কাউকে চিনতে পারিনি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, পৌরসভার কাউন্সিলর তসলিম মিয়ার বিষয়টি জানা নেই। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।