কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের মারপিটে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ৪-৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম। নিহত দাউদ কবিরাজ মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, নিহত দাউদ কবিরাজের ভাই এনামুল কবিরাজের সঙ্গে একই এলাকার ওহিদ কবিরাজের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সকাল ৭টার দিকে ওহাব গ্রুপের সঙ্গে এনামুল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারধর শুরু হয়। এ সময় দাউদকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে ওহাব ও তার লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওহাব ও এনামুল একই বংশের মানুষ। একে অপরের চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এনামুল গ্রুপের সঙ্গে ওহাব গ্রুপের মারামারি হয়েছে। এ সময় এলোপাতাড়ি মারপিট করে দাউদকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।