পর্যটন নগরীতে দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
Tuesday, January 27, 2026
কক্সবাজার বিএসপিএ'র সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামন হোসেন
..........
সংবাদ বিজ্ঞপ্তি :
ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ'র) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামন হোসেন বলেছেন, দেশের প্রধান বিনোদন কেন্দ্রের সামগ্রিক উন্নয়ন, স্থানীয় ক্রীড়া সংস্কৃতি তুলে ধরা এবং দেশী-বিদেশী পর্যটক আকর্ষণে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাঁরা ফুটবল-ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচগুলো কাভারেজ ছাড়াও বিচ ফুটবল, সার্ফিং ও ভলিবলসহ স্থানীয় ইভেন্টগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করার কারণে পর্যটনের সঙ্গে ক্রীড়ার মেলবন্ধন একে অপরের সাথে পরিপূরক।
সে ক্ষেত্রে কক্সবাজার বিএসপিএ প্রধান প্লাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির কেন্দ্রীয় এই নেতা।
মঙ্গলবার বিকেলে সাগর পাড়ের তারকামানের হোটেল লংবীচের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার শাখার বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার বিএসপিএ'র আহবায়ক এম আর মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পর্যটনে বৈচিত্র্য আনার পাশাপাশি ক্রীড়া সংগঠক এবং সাংবাদিকদের যৌথ প্রচেষ্টায় পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রধান অতিথি।
সভায় সিনিয়র সদস্য ইকরাম চৌধুরী টিপু, গোলাম আজম খান, এম. বেদারুল আলম, ছৈয়দ আলম, সাহেদ মিজান, আজিজ রাসেল বক্তব্য রাখেন।
এছাড়া সংগঠনের সদস্য তারেকুর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম সামসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় দিনব্যাপী ক্রীড়া সাংবাদিক কর্মশালার সফল আয়োজনসহ সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে আগামীতে কক্সবাজার বিএসপিএ'কে আরো গতিশীল করার মধ্যদিয়ে দেশসেরা শাখায় রূপান্তরের উপর গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।



