রামুতে দিন দুপুরে রাস্তা মধ্যে গাড়ি থামিয়ে ডাকাতি
Tuesday, January 27, 2026
রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়িতে পানের ছড়া এলাকায়, সেখানে কিছু চিহ্নিত ডাকাত আছে যারা অপহরণ ও ডাকাতির সাথে জড়িত।
আজ ২৭-০১-২০২৬ইং আনুমানিক ১২ ঘটিকার সময় কক্সবাজার টেকনাফ মহাসড়কে দিন দুপুরে পানের ছড়া ব্রীজ সংলগ্ন গাড়ি থামিয়ে ডাকাতি ও মারধর এবং গাড়ি ভাংচুর করা হয়। প্রশাসনের হস্তেক্ষপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি ।
তাদের কাছে বিভিন্ন অস্ত্র সারাঞ্জ আছে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া হোক ।



