বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ব্যাপক রদবদল করা হয়েছে। বুধবার একযোগে ২৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়।
এসবির অতিরিক্ত আইজিপি মো. শাহ আলমের স্বাক্ষরিত চারটি পৃথক অফিস আদেশে এ বদলির সিদ্ধান্ত নেয়া হয়। এসব অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিবর্তনগুলো অবিলম্বে কার্যকর হবে।
এর পাশাপাশি, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের আওতাভুক্ত ৭০ জন উপ-পরিদর্শক (এসআই), কনস্টেবল এবং নারী কনস্টেবলকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বদলির সিদ্ধান্ত নেয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তা ও কর্মচারীরা চট্টগ্রাম রেঞ্জের খাগড়াছড়ি, ফেনী, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি এলাকায় বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে বদলির আবেদন করার পর তাদের নতুন কর্মস্থলে স্থানান্তরিত করা হয়েছে।