‘স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জসিম’ শিরোনামে বেসরকারি অনলাইন সংবাদ মাধ্যম বার্তা২৪ ডট কম এর লোগো ও ডিজাইন ব্যবহার করা একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এবার সেই ফটোকার্ড ভুয়া উল্লেখ করে বার্তা দিয়েছে সংবাদ মাধ্যমটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে সাংবাদিক জসিম’ শিরোনামে বার্তার লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে, বার্তা২৪ ডট কম এমন কোনো সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করেনি।
এতে আরও বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমনই বিকৃত তথ্য ছড়াতে বার্তা২৪ ডট কম এর কার্ডের ডিজাইন ও লোগো ব্যবহার করা হচ্ছে।