হাসিনাকে গান শোনালেন আ.লীগ নেতা, ফোনালাপ ভাইরাল

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনানোর একটি ফোনালাপ ভাইরাল হয়ে আলোচনায় এসেছেন বরগুনার তালতলী উপজেলার আওয়ামী লীগ নেতা ফোরকান ফরাজী। গানটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা ফোরকান ফরাজী ওই ইউনিয়নের আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। তিনি ড. ইউনূসকে নিয়ে একটি গান রচনা করেন এবং সেটি শেখ হাসিনাকে ফোনে শোনান।


ভাইরাল হওয়া ফোনালাপে শোনা যায়, ফোরকান ফরাজী শেখ হাসিনাকে সালাম জানিয়ে বলেন, ‘আপা, বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। যদি কোথাও ভুল হয়, মার্জনা করবেন।’ এরপর শেখ হাসিনার অনুমতি নিয়ে তিনি গানটি পরিবেশন করেন।


ফোনালাপটি মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর থেকেই ফোরকান ফরাজী আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ ঘটনায় তালতলী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিএনপির নেতারা জানান, ফোরকান ফরাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ভাইরাল হওয়া ফোনালাপ যাচাই করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’