পুলিশ সদস্যকে ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাত, অতঃপর...

 

গাজীপুর মহানগরীর জাঝর এলাকায় ছিনতাইকারীর উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আহত কনস্টেবল মোস্তাফা কামালকে বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, গাজীপুর মহানগরীর গাছা থানার জাঝর উত্তর পাড়া এলাকার মনিরুজ্জামান মনির (২৮), একই থানার উত্তর খাইলকুর এলাকার জাহিদ মন্ডল বাবু (৩০) এবং দক্ষিণ খাইলকুর এলাকার নূরা (৩৭)।


তাদের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন ও একটি ছোরা উদ্ধার হয়েছে। মনিরের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।


গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, বৃহস্পতিবার রাতে পাশ্চিম জাঝর এলাকায় মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক কারবারি ও ছিনতাইকারী মনিরুজ্জামান ওরফে মনির পালানোর চেষ্টাকালে কনস্টেবল মোস্তফা কামাল ধরে ফেলেন।


এ সময় মনিরসহ তার সহযোগীরা ধস্তাধস্তি করে। এক পর্যায়ে মনির হাতে থাকা ছোরা দিয়ে কনস্টেবল মোস্তফাকে উপর্যুপরি আঘাত করেন। এতে মোস্তফা কামালের বাম কানে এবং পেটে জখম হয়। তারপরও মোস্তফা কামাল মনিরকে ধরে রাখেন।


পরে অন্য পুলিশ সদস্যরা মনিরকে গ্রেপ্তার করে। তল্লাশী করে তার কাছে পঁয়ত্রিশ গ্রাম হেরোইন এবং একটি ছোরা পাোয়া গেছে।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কনস্টেবলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যৌথ অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত জাহিদ মন্ডল বাবু এবং নূরাকে গ্রেপ্তার করা হয়।