পেহেলগাম হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। এদিন রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন। বৈঠকে সেনাবাহিনীকে হামলার পদ্ধতি, লক্ষ্য এবং সময় নির্ধারণে ‘পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মোদি। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিষ্ঠুর আঘাত হানা ভারতের জাতীয় সংকল্প। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর উপর ‘পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে কখন ও কীভাবে এ জবাব দেয়া হবে সেটি সেনাবাহিনীকেই ঠিক করতে বলেন মোদি। আরও জানা গেছে, বৈঠকের পরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় আরএসএস প্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান। সেখানেও তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ জন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা।