চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের শিরোপা কক্সবাজারের

এম আর মাহবুব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল। রবিবার (১১ মে ) বিকেলে দর্শক পরিপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্বাগতিক কক্সবাজার জেলা দল ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে। কক্সবাজারের জয়ের নায়ক ১৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পি। ম্যাচের ৪৪ মিনিটে বাপ্পি কুমিল্লার ডি-বক্সের বাইর থেকে প্রচন্ড শটে দলের হয়ে শিরোপা নির্ধারণী মহামূল্যবান গোলটি করেন। দ্বিতীয়ার্ধে কুমিল্লা গোল পরিশোধে প্রাণপণ চেষ্টা চালিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত আক্রমণ শানালেও মনির, মিনহাজ, হেলালদের নিয়ে গড়া কক্সবাজারের ডিফেন্স লাইন ভাঙ্গতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধের শেষ ক্ষণে কক্সবাজারের বদলী সাইফ গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মেরে দিনের সহজ সুযোগ মিস করেন। এদিকে ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। বক্তব্য রাখেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব, জেলা ক্রীড়া অফিসার ও ডিএসএ সদস্য সচিব মোঃ আলাউদ্দিন। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। এদিকে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দলের অংশ গ্রহণে আয়োজিত এই টুর্ণামেন্টে ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দলের গোলরক্ষক সাঈদী ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের তারকা মিডফিল্ডার কৌশিক বড়ুয়া।