পুতুল বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামের সংগঠনের রাজনীতি করার এখতিয়ার নেই। তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে যে বেইমানিটা করেছে, স্বৈরতন্ত্র কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করেছে। সে কারণে তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। গতকাল নিষিদ্ধ ঘোষণা করার যে বিষয়টি হয়েছে সেটা যে কারণেই সরকার করুক না কেন এটা কতটুকু ইমপেক্ট ফেলবে সেটার ওপর ডিপেন্ড করছে। আমরা চাই চিরস্থায়ীভাবে দেশ থেকে এই দলটিকে যাতে বিতাড়িত করে দেওয়া হয়। এবং এটা এমন একটি উদাহরণ হয় যাতে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।