কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার মামলার প্রধান আসামি জুনায়েদ (২২)–কে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। শুক্রবার (৯ মে) ভোররাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জুনায়েদ রাজাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেকঘোনা এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া জানান, গত ৩ মে রাত ৮টার দিকে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে রাজাখালী মাঝির পাড়ার এহেছানুল কবির (১৭)–কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ছেলেকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন তার মা রেহেনা আক্তার।
ঘটনার পর নিহতের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার সহায়তায় আত্মগোপনে থাকা জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১০ মে) তাকে আদালতে পাঠানো হবে।