নিষিদ্ধ হল আওয়ামী লীগ, বিচারেরও পথ খুলল

নিজস্ব প্রতিবেদক অভ্যুত্থানের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিসিপি), জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে ছাত্র-জনতার গণ আন্দোলন দমানোর অভিযোগ ওঠা আওয়ামী লীগের বিচারের পথ খুলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের জরুরি ব্ঠৈকে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সভায় তিনটি সিদ্ধান্ত হওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে, যোগ করেন তিনি।