কক্সবাজার বি.আর.টি.এ অফিসে দুদকের অভিযান
Wednesday, May 07, 2025
নিজস্ব প্রতিবেদক
সরকারি সেবার বিপরীতে অতিরিক্ত অর্থ আদায়, দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র প্রদান এবং লাইসেন্স প্রাপ্তিতে অযৌক্তিক বিলম্বসহ নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) বেলা ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিংস্থ বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করেন দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বাধীন একটি টাস্কফোর্স দল। অভিযানকালে দুদক কর্মকর্তারা সেবা নিতে আসা বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করেন।
ঝিলংজা ইউনিয়নের লারপাড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে বিআরটিএতে জমা দেওয়া তার ফাইলে অষ্টম শ্রেণি পাসের একটি সনদ অন্তর্ভুক্ত রয়েছে, যা তিনি জমা দেননি।
ঈদগাঁও এলাকার শহিদ নামের আরেক ব্যক্তি বলেন, “আমি স্থানীয় লুতু নামের একজনকে ১৬ হাজার টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি, কিন্তু এখনও পাইনি। অথচ সরকারি ফি মাত্র ২ হাজার ৭০০ টাকা।
অভিযানকালে বিআরটিএ কর্মকর্তারা প্রতিটি ফাইলের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর চেষ্টা করেন। দুদক কর্মকর্তারা বেশ কিছু নথিপত্র জব্দ করেন এবং আরও কিছু কাগজপত্র সরবরাহের নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, “বিআরটিএ একটি সরকারি সেবা প্রতিষ্ঠান। এখানে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ পাচ্ছিলাম। আজকের অভিযানে প্রাথমিকভাবে কিছু অনিয়মের প্রমাণ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক উথোয়াইনো চৌধুরী বলেন, “দুদক আমাদের অফিসে এসেছে, এতে আমি স্বাগত জানাই। অনেক সময় আমার অজান্তে অনিয়ম ঘটে যেতে পারে। যারা দোষী, তারা যেন তদন্তে শনাক্ত হয়ে শাস্তি পায়। আমি জনগণকে সেবা দেওয়ার জন্যই দায়িত্বে রয়েছি, সেটাই আমার অঙ্গীকার।”