পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বুধবার মধ্যরাতে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সে দেশের সেনাবাহিনী। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। এর আগে ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। তিনি আরো বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হলো নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে ভারতের অব্যাহত গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন। অন্যদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পাল্টাহামলায় ভারতশাসিত কাশ্মীরে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো ৪৩ জন আহত হয়েছে বলে ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে। এর আগে ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এর মূল্য দিতে হবে তাদের।’ তিনি আরো বলেন, ‘ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।