উখিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী পলাতক

কক্সটিভি প্রতিবেদক! কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুনা আক্তার (১৯) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী গ্রামের আমির আলীর মেয়ে। শুক্রবার (৯ মে) সকালে পিতার বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় রুনাকে উদ্ধার করে স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে রুনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এ কারণে কিছুদিন আগে রুনা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এ বিষয়ে এক প্রতিবেশী জানান, “স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সে বাবার বাড়ি চলে আসে। সকালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলে আমরা টিনের চাল কেটে তাকে উদ্ধার করি।” তবে পুলিশের ধারণা, এটি পারিবারিক কলহের জেরে ঘটে থাকতে পারে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন কক্সটিভিকে জানান, ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক। তিনি বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুর রহস্য উদঘাটন এবং স্বামীকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।