উখিয়ায় ইয়াবাসহ তিন নারী আটক, ২,৯৫০ পিস ইয়াবা উদ্ধার
Monday, May 12, 2025
কক্সটিভি প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নারীদের পায়ু পথে লুকানো অবস্থায় ২,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।পর্যটন প্যাকেজ
সোমবার (১২ মে) দুপুরে মেরিন ড্রাইভ সড়কের ইমামের ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় বিজিবি সদস্যরা। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সৈকত পরিবহন বাস তল্লাশির সময় সন্দেহভাজন হিসেবে তিন নারীকে আটক করা হয়। তারা হলেন- ১. ইসমোতারা (২৭), ২. সামিহা (১৮) ও ৩. সকিদা (২৪)।
তিনজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নতুন বল্লমাপাড়া গ্রামের বাসিন্দা।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের বিষয়টি অস্বীকার করলে তাদের টেকনাফের নাফ সীমান্ত প্যাথলজিতে এক্স-রে করানো হয়। এতে তাদের দেহে পলিথিনসদৃশ বস্তু শনাক্ত হলে পুনরায় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, একজন রোহিঙ্গা নারী (নাম: রহিমা) তাদেরকে ১০টি পোটলায় ইয়াবা দিয়ে কক্সবাজার পৌঁছে দিতে বলেন, যার বিনিময়ে তাদের ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।পর্যটন প্যাকেজ
পরবর্তীতে বিজিবি সদর দপ্তরে নিয়ে যাওয়ার পর তারা পায়ুপথ থেকে কালো টেপে মোড়ানো ১০টি পোটলা বের করে দেন, যার ভেতরে ২,৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবি জানায়, আটক নারীরা প্রাথমিকভাবে মাদকের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখে চলেছে বলে দাবি করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।