মরদেহেও মিলছে না সম্মান! খেওয়াছড়ি বাসীর সড়ক-ব্রিজহীন জীবনযুদ্ধ

১৫ বছরেও সড়ক বিহীন জনপদে বাঁচা-মরার লড়াই এম,এস রানা উখিয়া কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামের মানুষ গত ১৫ বছর ধরে বেঁচে আছেন অবর্ণনীয় দুর্ভোগে। পাকা রাস্তা তো দূরের কথা, নেই একটি টেকসই ব্রিজও। বর্ষা এলেই থিমছড়ি খালের পানি ফুলে-ফেঁপে ওঠে। আর তখন একমাত্র ভরসা বাঁশের সাঁকোটিও ভেসে গিয়ে রয়ে যায় কোমরসমান পানির পথ। গত রবিবার স্থানীয় এক মৃতব্যক্তির লাশ কবরস্থানে নিতে গিয়ে স্বজনদের নেমে পড়তে হয় সেই পানিপথে। কোমর পানিতে নেমে মৃতদেহ বহনের এই হৃদয়বিদারক দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অবকাঠামোগত চরম অবহেলা। স্থানীয় যুবক আব্দুল মান্নান ক্ষোভ জানিয়ে বলেন, “বছরের পর বছর ধরে রাস্তা বা ব্রিজ কিছুই হয়নি। শুনেছি বরাদ্দ হয়েছিল, কিন্তু তা অন্যখানে সরিয়ে ফেলা হয় জনপ্রতিনিধিদের ইচ্ছায়। আমাদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই!” শুধু মরদেহ নয়, অসুস্থ রোগী, গর্ভবতী নারী, স্কুলগামী শিশুসহ সবার জন্যই যেন প্রতিদিনের যাত্রা এক যুদ্ধ। জরুরি চিকিৎসাসেবা বা বাজারে যাতায়াত করাও হয়ে উঠেছে দুঃস্বপ্ন। স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী ব্রিজ ও পাকা রাস্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।