জার্মান পর্যটকের সঙ্গে প্রতারণা: মিনারেল ওয়াটারের নামে টিউবওয়েলের পানি, কক্সবাজারে হোটেল কর্মকর্তা আটক

কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত ‘মিশুক হোটেল’-এ বিদেশি পর্যটকের সঙ্গে প্রতারণার অভিযোগে এক কর্মকর্তাকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। অভিযোগ রয়েছে, জার্মান এক পর্যটকের কাছে মিনারেল ওয়াটারের দাম রেখে তাকে দেওয়া হয় টিউবওয়েলের পানি। এইবিষয়ে অভিযোগ ভিত্তিতে অভিযুক্ত হোটেল কর্মকর্তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটনের সুনাম নষ্ট করে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনাটি পর্যটকসহ অন্যান্য পর্যটকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে।