মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় ৭ বছর বয়সী হাসনাত নিহত
Thursday, July 03, 2025
কক্সবাজারে মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড পূর্ব শহীদ নগর চাঁদের বাড়ি এলাকার হাসনাত(০৭) নামের এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার( ০৩ জুলাই ২০২৫) সকালে মেরিন ড্রাইভের সোনার পাড়া রাস্তার মোড় থেকে ৫০০ গজ দক্ষিণে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মামা মোহাম্মদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি একটি গাড়িতে ধাক্কা লেগে গুরুতর আহত হয় হাসনাত। পরে কক্সবাজার থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে মারা যায় সে।
নিহত হাসনাত চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়কের শহীদ নগর এলাকার মোঃ সাগর এর ছেলে।