রোহিঙ্গা ক্যাম্পে নবী হোসেন গ্রুপের ৪ সদস্য আটক
Monday, July 14, 2025
উখিয়া সংবাদদাতা ;
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে নগদ ১৪ লাখ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএনের যৌথ বাহিনী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ক্যাম্প-১১-এর সি/৬ ব্লকে মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃতরা হলেন—মো. আনাস (৩০), মনসুর (৩২), ইয়াসের আরাফাত (৩৫) ও কেফায়েত উল্লাহ (৩৫)।
তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (UZI SMG) উদ্ধার করা হয়েছে, যা মিয়ানমার সেনাবাহিনী সাধারণত ব্যবহার করে।
সেনাবাহিনী জানায়, নবী হোসেন গ্রুপ অস্ত্র ব্যবসায়ী ইলিয়াসের সঙ্গে অস্ত্র লেনদেনের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।
তারা স্বীকার করেছেন যে, নবী হোসেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য।
নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআরের প্রধান দিল মোহাম্মদের অধীনে ক্যাম্প-৮ (ইস্ট) এলাকায় সক্রিয়। ২০২৩ সালে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে তিনি রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
উদ্ধার করা অস্ত্রটি তার আস্তানায় নেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানায় সেনাবাহিনী।