আবারও ৭ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
Wednesday, July 02, 2025
চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার (২ জুলাই) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত পেকুয়া থানার একটি মামলায় ৩ দিন এবং চকরিয়া থানার মামলায় অবশিষ্ট ৪ দিনসহ মোট ৭ দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেন।
ওইদিন সকালে চকরিয়া থানা পুলিশ তাকে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ জুন বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় আদালত জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।