কক্সবাজার শহর জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
Thursday, July 17, 2025
কক্সটিভি :
গোপালগঞ্জে এনসিপি'র উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগ- যুবলীগের সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিকাল ৫ টায় এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়। শহর জামায়াতের আমীর ও কক্সবাজার -০১ সংসদীয় আসনের প্রার্থী জননেতা আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার -০৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, দেলাওয়ার হোসাইন, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।