টেকনাফে মহামারি আকারে ছড়িয়ে পড়া অজানা ভাইরাসটি এডিস মশা বাহিত “চিকুনগুনিয়া”
Wednesday, July 02, 2025
অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টেকনাফ তথা কক্সবাজারের জ্বর, গিরা ফুলে ব্যথা করা ও লাল রেশ মিলে অজ্ঞাত ভাইরাস বলে যেটা পরিচিত ছিল তার একটা রিপোর্ট এই সপ্তাহে দিল। এই রোগের এই মাসের ৮২% কারণ হচ্ছে চিকুনগুনিয়া,,, কিছু কিছু ক্ষেত্রে জিকা বা অন্যান্য ভাইরাস আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে,,
ডা. শাহজাহান নাজির
সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।