কক্সবাজার জেলা অনূর্ধ্ব-১৪ ওমেন্স দলের রাঙ্গামাটি যাত্রা
Sunday, August 17, 2025
ক্রীড়া প্রতিবেদক ::
জে এফ এ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিতে কক্সবাজার জেলা কিশোরী দল রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করেছে। (১৭ আগস্ট) প্রথম ম্যাচে কক্সবাজার জেলা ওমেন্স দল খাগড়াছড়ি জেলা দলের বিরুদ্ধে মাঠে নামবে।
রাঙ্গামাটি ভেন্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে আয়োজিত এই ফুটবল লীগে চট্টগ্রাম বিভাগের ছয়টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো-চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও স্বাগতিক রাঙ্গামাটি বয়স ভিত্তিক নারী দল।
এদিকে ১৬ আগস্ট সকালে জেএফএ ফুটবল লীগে অংশ নিতে ২৩ সদস্যের কক্সবাজার অনূর্ধ্ব ১৪ ওমেন্স দল রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা করেছে। যাত্রাকালে জেলা দলকে শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও অল স্টার ফুটবল ক্লাবের সভাপতি শাহজাহান আনসারী, কোচ খালেদ হোসেন, টিম ম্যানাজার জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গল, ডিএফএ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।
ভালো ফলাফলের জন্য কক্সবাজার জেলাবাসীর দোয়া চেয়েছেন নারী ফুটবল দলের সদস্যরা।



