উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ
Saturday, August 02, 2025
কক্সটিভি নিউজ ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়।
শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-২০ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় গয়ালমারা রাস্তা দিয়ে আসা একটি সিএনজিকে থামাতে গেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে রাখা দুটি কার্টুনে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গাড়ির ভেতরে আর কোনো মালামাল ছিল না।
অভিযানের বিষয়ে লে. কর্নেল জসীম উদ্দিন আরও জানান, এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধার করা ইয়াবা ও সিএনজি থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক চোরাচালানে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্তে মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।”