উখিয়ায় প্রভাবশালী কর্তৃক যুবতী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কক্সটিভি উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের তুতুরবিল বাঘঘোনা এলাকায় চল্লিশোর্ধ্ব প্রভাবশালী এক ব্যাক্তির বিরুদ্ধে একই এলাকার এক যুবতী গৃহবধূ কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী বাদি হয়ে মৃত রশিদ আহমদের পুত্র জামাল উদ্দিন (৪৫) এর গত ২৮ আগস্ট বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী নারী ছমিরা আক্তার (১৮) অভিযোগে বলেন তার স্বামী একজন চুন ব্যবসায়ী টমটম গাড়ি নিয়ে বিভিন্ন হাটবাজারে চুন বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। তার স্বামী নুরুল আবছার যখন বাড়িতে থাকতোনা তখন এলাকার মুরব্বি চাচা হিসেবে পরিচিত জামাল উদ্দিন সময় অসময়ে বাড়ি এসে নানান ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন এবং অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিল। এদিকে মানসম্মানের ভয়ে বিষয় টি কাউকে না জানিয়ে মুরব্বি চাচা জামাল উদ্দিন কে বাড়ির ধারের কাছেও না আসার জন্য বারংবার নিষেধ করা সত্ত্বেও কোন প্রকার কর্ণপাত না করে নানাভাবে যৌন হয়রানি চেষ্টা করতো। গত ১০ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে গৃহবধূ ছমিরা আক্তার বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল, এসময় মুরব্বি চাচা জামাল উদ্দিন চুপিসারে এসে গৃহবধূ ছমিরা আক্তার কে পেছন থেকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করতে থাকে। এসময় নিজের ইজ্জত বাচাতে শোর চিৎকার দিলে ছমিরার শ্বশুর শ্বাশুড়ি সহ কয়েকজন প্রতিবেশী দৌড়ে এগিয়ে এলে ধর্ষন চেষ্টাকারী জামাল উদ্দিন পালিয়ে যায়। এদিকে স্বামী নুরুল আবছার বাড়িতে ফিরে এলে তাকে ঘটে যাওয়া ঘটনা উপস্থাপন করলে তিনি স্থানীয় জন প্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিকট শালিস দায়ের করলে প্রভাবশীল জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার স্বামীর গাড়িতে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয়া সহ জানে মেরে লাশ গুম করে পুরো পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি ধমকি প্রদর্শনের করে আসছে বলে জানান তিনি। গৃহবধূ ছমিরা আক্তার আরও জানান থানায় অভিযোগ দায়ের করার কারনে প্রভাবশালী জামাল উদ্দিনের অব্যাহত হুমকিতে সে ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায রয়েছে। এ ব্যপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ছমিরা আক্তার