বানোয়াট ভিডিও সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা

কয়েকটি নিউজ পোটাল ও ফেইসবুক পেইজে হালিম গ্রুপের আতঙ্কে পুরো রোহিঙ্গা ক্যাম্প! চলছে মাদকের রামরাজত্ব। শীর্ষক একটি ভিডিও প্রতিবেদন আমার দৃষ্টি গোচর হয়েছে। সম্পুর্ন মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত এবং মনগড়া গল্প কাহিনি দিয়ে সাজানো ঐ প্রতিবেদন দেখে আমি বিস্মিত ও হতবাক হয়ছি। আমার নাম আব্দুল হালিম, UNHCR সুরক্ষার অধীনে একজন নিবন্ধিত FDMN। বাংলাদেশে পালিয়ে আসার পর থেকে, আমি নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জন কল্যান মূলক এ কাজ করতে গিয়ে আমি অসংখ্যবারর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং মোকাবেলা করে আসছি। যার মধ্যে রয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের বিষয়গুলিকে কেন্দ্র করে ভিত্তিহীন সমালোচনা, এমনকি সশস্ত্র গোষ্ঠীগুলি আমাকে দুবার গুলি করে হত্যার চেষ্টা করেছে। নিরীহ মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে আমার কোন ক্ষতি তারা করতে পারেনি। সাধারণ মানুষের নিকট আমার আকাশ ছোঁয়া জনপ্রিযতায় ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি, তারা আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এবং আমাকে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি ক্যাম্পে দায়িত্বরত প্রশাসনের চোখে আমাকে সন্ত্রাসী মাদক কারবারি ইত্যাদি আখ্যা দিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত একদল ব্যক্তির সাথে আমার ছবি এবং পরিচয় ব্যবহার করে কয়েকটি পোটাল এবং ফেইসবুক পেইজে নানান ভাবে মিথ্যা ভুয়া ভিডিও এবং ভুল তথ্য উপস্থাপন করেছে। আমাকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজির মতো বানোয়াট কিচ্ছা কাহিনি দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করে একটি অপরাধী চক্র তাদের ফায়দা হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুলত আমি আরকান রোহিঙ্গা অর্গনাইজেশন (এ আর ও) নামক সংঘটনের মাধ্যমে নির্যাতিত নিপিড়ীত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায় এবং তাদের কল্যানের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। যা হয়তো একটি মহলের ক্যাম্প ভিত্তিক অপরাধ কর্মকন্ড বা অনৈতিক সুবিধা হাসিলের বাধা হয়ে দাড়িয়েছে, যার কারনে এমন একটি জঘন্য মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাকে প্রশাসন ও সাধারণ মানুষ থেকে দুরে সরিয়ে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উক্ত ভুয়া সংবাদে ক্যাম্পে দায়িত্বরত প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রন্ত না হওয়ার অনুরোধ করছি পাশাপাশি উক্ত মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জোর প্রতিবাদ জানাচ্ছি। অবৈধ অর্থের বিনিময়ে কাহারও প্ররোচনায় প্রকৃত সত্য আড়াল করে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। ......... প্রতিবাদকারী... আব্দুল হালিম ক্যাম্প 07, কুতুপালং শরণার্থী ক্যাম্প, কক্সবাজার, বাংলাদেশ